বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়া পৌঁছেছে। স্থানীয় সময় দুপুর ১টায় পৌঁছায় তারা। সফরে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।
রাজধানী জাকার্তায় আজ কোনো ট্রেনিং সেশন না থাকলেও আগামীকাল অনুশীলনের জন্য বান্দুংয়ে মাঠে নামবে পুরো দল। এশিয়ান কাপ বাছাইয়ে ৮ জুন বাহরাইন, ১১ জুন তুর্কমেনিস্তান এবং ১৪ তারিখে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ইন্দোনেশিয়া যাওয়ার আগে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছিলেন, র্যাঙ্কিং নয় বরং পারফরমেন্স নিয়ে ভাবছেন তিনি। এশিয়ান কাপের বাছাই পর্বকে তরুণদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন তিনি। বলেন, প্রস্তুতি ভালো রয়েছে, এখন সেরাটা দেখানোর পালা।
Drop your comments: