উয়েফা নেশন্স লিগে ইতালির বিপক্ষে বড় জয় পেয়েছে জার্মানি। মনশেনগ্লাডবাখের বরুশিয়া পার্কে ইউরো চ্যাম্পিয়নদের ৫-২ গোলে বিধ্বস্ত করেছে জার্মানরা। জসুয়া কিমিখ দলকে এগিয়ে নেয়ার পর সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল করেন টমাস মুলার। আর শেষ দুই গোল করে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন টিমো ভেরনারে।
প্রথমার্ধে ফ্যাকাসে থাকার পর দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় ইতালি। সে সময় বেশ কয়েকটি আক্রমণ শাণায় তারা। শেষ মুহূর্তে দুই গোল পেলেও ম্যাচে ফিরতে তা পর্যাপ্ত ছিল না ইউরো চ্যাম্পিয়নদের। দলের হয়ে সান্তনাসূচক গোল দু’টি করেন ভিলফ্রিদ ইয়োন্তো ও আলেস্সান্দ্রো বাস্তোনি।
দারুণ এই জয়ে প্রথমবারের মতো নেশন্স লিগের ফাইনালে ওঠার সম্ভাবনা ভালোভাবে টিকে রইলো জার্মানির। চার ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠেছে তারা। আর ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে ইতালি।