ইতালিতে সহজ শর্তে স্টে পারমিটের দাবিতে অভিবাসন প্রত্যাশীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সমিতির আয়োজনে ফিরেন্স বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় রোববার ওই মানববন্ধন কর্মসূচিতে বিপুলসংখ্যক অভিবাসী অংশগ্রহণ করে সরকারের কাছে এ দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুর রউফ (জীবন), বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম (নুরু), সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, ফিরেন্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শরীফ মৃধা, ফিরেন্স আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আজাদ খান (ইমাম), সাংগঠনিক সম্পাদক হিরণ চৌধুরী প্রমুখ।
এ ছাড়া ফিরেন্স বিএনপি’র প্রধান উপদেষ্টা ওমর শিকদার (মুক্তার), উপদেষ্টা বিডিআর মনির, ফিরেন্স বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম ভুঁইয়া (সাগর), সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান জিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মনির, সহসভাপতি মিজানুর রহমান ও তৌহিদ।
অন্যদের মধ্যে ছাত্রলীগ ফিরেন্স শাখার সভাপতি শরিফুল ইসলাম (শাকিল), যুবলীগের গাজী রাসেল, মনির হোসেনসহ (আলম) সান লরেন্স ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক জাকির হোসেন (জাকির), আবুল হোসেন, ওমর ফারুক, সাইফুল চৌধুরী, নিজাম উদ্দিন সরকার, আবুল কালাম (আজাদ),খান বাহাদুর,শাহরিয়ার, ভোলা সিটিজেন ফোরাম ফিরেন্স ইতালির সভাপতি নিজাম উদ্দিন পাটোয়ারী, সহসভাপতি মোহাম্মদ অপু, ফ্রেন্ডস ফোরাম ফিরেন্সের সদস্য মিজানুর রহমান (মিজান), আহসান উল্লাহ(হাসান), গাজী মনির, বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও ব্যাবসায়িকরা অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পরে স্থানীয় প্রসাশনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে মানবিকভাবে সব কাজে সহজ শর্তে বৈধতা (পিআর) দেয়া দাবি করা হয়।
উল্লেখ্য, রাজধানী রোম থেকে সামাজিক সংগঠন ইল ধূমকেতুর উদ্যাগে কমিউনিটির শীর্ষ নেতা সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি জিএম কিবরিয়া, কেএম লোকমান হোসেন, নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী, হাসানুজ্জামান কামরুল বলেন, সহজ শর্তে স্টে পারমিট দেয়ার দাবি আদায়ের আন্দোলন এখন ইতালির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।