ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। করোনা মোকাবিলায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৫ মে পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ার কারনে কোন বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে পারবে না। এর আগে ১২ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি যেসব দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেসব দেশের নাগরিকদের ভিন্ন ভিন্ন অধ্যাদেশ জারি করে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের প্রবেশ বন্ধ রয়েছে। তবে ইতালিয়ান নাগরিকরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
Drop your comments: