ইউরোপের দেশ ইতালিতে প্রায় প্রতিদিনই অবৈধ অভিবাসীদের ঢল অব্যাহত রয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিরোধীদল বিক্ষোভ সমাবেশ করেছে। দ্বীপ শহর সিসিলির লাম্পেদুসায়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে।
অনুপ্রবেশকারীদের মধ্যে তিউনিসিয়ার ৮০ জনকে একটি বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে।ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অবৈধ অভিবাসীদের ঢল কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। প্রায় প্রতিদিনই লিবিয়া এবং তিউনিসিয়া থেকে শত শত অভিবাসী আসছে ইতালিতে।
অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে আস্থাভোটে ক্ষমতা হারানো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির দল লেগা নর্থ এবার রাজপথে নেমেছে।
Drop your comments: