আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়ন এর ইকড়াইল খায়রুন্নেছা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) এ ভবনের উদ্বোধন করেন ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল।
মুজিব বর্ষের উপহার হিসেবে উপজেলার টগরবন্দ ইউনিয়নের এই স্কুলটি ফরিদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ই.ই.ডি)
ভবনটি নির্মাণ করেছেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ড. লুৎফর রহমান
বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো.ইমাম হাচান শিপন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন।
স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ। তিনি তার বক্তব্যে স্কুলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ,তার ব্যাক্তিগত তহবিল থেকে দুই/ এক মাসের মধ্যে স্কুলের ছাত্র ছাত্রীদের লেখা পড়ার জন্য বেশ কিছু ব্যান্স দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং
এই দ্বীপের মানুষের চলাচলের জন্য রাস্তা ঘাট নির্মানের ব্যাপারে এম,পিকে অনুরোধ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধি হবে। সৎ, চরিত্রবান, আদর্শবান, দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে।