স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘আগামী ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।’
সোমবার (৩০ আগস্ট) মন্ত্রীর নির্বাচনি এলাকা লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, ‘যারা দলীয় সিদ্ধান্ত এবং নেতার কথা অমান্য করবে, তাদের কোনও অবস্থায় ছাড় দেওয়া হবে না। জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের অবশ্যই প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সবার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাহলে দ্রুত সময়ের মধ্যে সামগ্রিক উন্নয়ন সাধিত হবে।’
জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন– কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও মনোহরগঞ্জ থানার ওসি মাহবুবুল কবির প্রমুখ।