![InShot_20220303_214358441](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/03/InShot_20220303_214358441-scaled.jpg)
ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে পড়া বিমান হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র নাবিকদেরকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লার বরাত দিয়ে এই তথ্য জানান শাহরিয়ার আলম। তিনি আরও বলেন, বিমান হামলায় নিহত জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহটিকেও নেয়া হয়েছে নিরাপদ স্থানে।
এর আগে, বুধবার (২ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ইউক্রেন বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ওপর বিমান হামলা করা হয়। হামলার পর থেকে জাহাজে আটকে থাকা নাবিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদেরকে উদ্ধারের জন্য আকুতি জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করতে থাকে। জাহাজে থাকা একজন প্রকৌশলী জানান, জাহাজের সব কন্ট্রোল সিস্টেম ড্যামেজ হয়ে গিয়েছে। এই জাহাজ নিয়ে রউনা দেয়া সম্ভব না। আমরা ইঞ্জিনিয়ার, আমরা বুঝি এই জাহাজ নিয়ে ওখান থেকে বের হয়ে আসা অসম্ভব।
উল্লেখ্য, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।