বিএনপি লবিস্ট নিয়োগ করেছে- আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগই তাদের নানা দুর্নীতি-অনিয়ম ঢাকতে ১৪ বছর ধরে লবিস্ট নিয়োগ করেছে।
আজ বুধবার বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার মাজার জিয়ারত করে এসব কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা।
সেখানে তারা আরও বলেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচন প্রতিহত করা হবে। এই ইস্যুতে আন্দোলন করার জন্যও প্রস্তুত দলের নেতা-কর্মীরা।
যুক্তরাষ্ট্রে লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগে ৩৭ লক্ষ ডলারও ব্যয় করেছে বিএনপি- এমন অভিযোগ করেছে সরকার। এর সঠিক তথ্য জানতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠিও দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিকদলগুলোর সংলাপও আলোচনা হয়। সেই সংলাপ বর্জন করা বিএনপি আবারো আগামী নির্বাচন নিয়ে তাদের অবস্থান জানাল।