নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ রিকসা ও অটো চুরির দুই হোতা জজ মিয়া (৩৫) ও মজিবুর (৩৬) কে গ্রেফতার করে শনিবার সকালে কোর্টে প্রেরণ করেছে। তারা উপজেলার মদনগঞ্জÑ নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে মারুয়াদী বাজার এলাকার একটি গ্যারেজ থেকে চোরাই রিকসা রং করার সময় গ্রেফতার হয়।
সম্প্রতি আড়াইহাজারে অটো চুরি ও অটো ছিনতাইয়ের অহরহ ঘটনা অটো চালক, গ্যারেজ মালিক এবং পুলিশকে ভাবিয়ে তুলেছে। অবশেষে চুরি যাওয়া গাড়ী গুলোর গোপন রক্ষকদেরকে শনাক্ত করতে পেরেছে পুলিশ।
জানা গেছে, বৃহষ্পতিবার দিবাগত রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকায় আসার জন্য একটি ব্যাটারি চালিত রিকসা ভাড়া নেয় অজ্ঞাত দুজন ব্যাক্তি। পথে এসে চালক গোলাকান্দাইল এলাকার খোকনের বাড়ীর ভাড়াটিয়া সাইফুল ইসলাম কে চোখে মরিচের গুড়ো নিক্ষেপ করে রাস্তায় ফেলে দিয়ে রিকসাটি ছিনতাই করে নিয়ে আসে তারা। পরদিন রাতে চালক খোঁজ করতে করতে মারুয়াদী এলাকার মজিবুরের গ্যারেজে এসে দেখতে পান যে, মজিবুর এবং জজ মিয়া রিকসাটির রং পরিবর্তন করছে। তখন পুলিশে সংবাদ দিলে আড়াইহাজার থানার এস আই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে রিকসাটি উদ্ধার এবং উক্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এলাকাবাসি জানায়, মারুয়াদী এলাকার বেশ কয়েকটি গ্যারেজে চোরাই রিকসা ও অটো কেনা বেচা হয়ে থাকে।
আড়াইহাজার থানার ওসি আজজুল হক হাওলাদার বলেন, আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। অটো চুরির বিষয়ে আরো কারা কারা জড়িত তাদেরকে খূঁজে বের করে আইনের আওতায় আনা হবে।