আজিজুর রহমান দুলালঃ আলফাডাঙ্গা আসাদুজ্জামান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন নাজিমউদ্দীন আহমেদ (রঞ্জু)।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০ টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আসাদুজ্জামান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হলেন নাজিমউদ্দীন আহমেদ (রঞ্জু) । তিনি বোয়ালমারী সরকারি কলেজের বাংলাদেশ ছাত্র লীগের সাবেক (এ জি এস) এবং বিশিষ্ট সমাজসেবক।
নাজিমউদ্দীন আহমেদ (রঞ্জু) ৫ ভোট, সৈয়দ আশরাফ আলী বাশার ৪ ভোট পেয়েছেন। নাজিমউদ্দীন আহমেদ (রঞ্জু) এক ভোট বেশি পাওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তার নাম ঘোষনা করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান ও প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য কাজ করে যাব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, নাজিমউদ্দীন আহমেদ (রঞ্জু) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন । তিনি একজন সৎ, যোগ্য, সুশিক্ষিত ব্যক্তি। তিনি আমাদের বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জন্য কাজ করে যাবেন এমনটাই আশা রাখি।
নাজিমউদ্দীন আহমেদ (রঞ্জু) আসাদুজ্জামান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও ছাত্র ছাত্রীদের অভিভাবক, গন্যমান্য ব্যাক্তিবর্গ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।