আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে রূপায়ণ মার্ট নামের ভবনের পাশের টিনশেড ঘরে ইউনি ওয়ার্ল্ড ওয়ার লিমিটেড নামের জুতা তৈরির কারখানায় আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার।
নিহত তিনজনের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। আরও মরদেহ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে বলেও জানান শাহজাহান শিকদার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে হঠাৎ করে ওই জুতা তৈরির কারখানায় বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা কারখানা।
খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও শ্রমিকসহ আহত হয়েছে অন্তত ২০ জন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি