আল আইন প্রতিনিধিঃ আল আইন লোকনাথ সেবাশ্রম এর সভাপতি শ্রীযুক্ত বাবু কিশোর চক্রবর্তী রনির স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গতকাল এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বাসু দেব শর্মার সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাশ্রমের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রকৌশলী উত্তম হাওলাদার, বাদল রায়, প্রকৌশলী বিকু রায়, কানু লাল দাস, সাংবাদিক সঞ্জীত কুমার শীল , পুলক চৌধুরী ,অপু দাস, প্রসেনজিৎ শীল, শংকর নাথ, মিঠু মল্লিক, সুজন শর্মা, পঙ্কজ ঘোষ, , সুব্রত দাস, সীমা রানী সাহা, অঞ্জনা রানী সূত্রধর, সহ-সভাপতি উত্তম সুত্রধর, দয়াল বৈদ্য, সঞ্জিত সূত্রধর, বিপ্লব ভৌমিক, পিন্টু বিশ্বাস, মিহির কান্তি শীল নিপুন শীল, তথ্য সম্পাদক শিমুল চন্দ্র শীল, পলাশ চন্দ্র শীল, সংস্কৃতি সম্পাদক সনজিত চৌধুরী, লিঠন চক্রবর্তী, পূজারী ছোটন চক্রবর্তী ।
আল আইন প্রবাসী মরুতীর্থ, আবুধাবি সনাতনী ঐক্য ফোরাম সহ সংযুক্ত আরব আমিরাতের অসংখ্য মঠ মন্দিরের ভক্তবৃন্দ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।