নিজস্ব প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে গ্রীন সিটি আল আইনে স্বাস্থ্যবিধি মেনে গত দুইদিন ধরে ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর ১৩১ তম তিরোধান দিবস উদযাপন হয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে সকালে লোকনাথের বাল্য ভোগ, দুপুরে পূজা ও পুষ্পাঞ্জলি এবং মহাপ্রসাদসহ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আমিরাতের বসবাসরত সকল সনাতনী পরিবার-পরিজন নিয়ে বাবার মন্দিরে পুষ্পঞ্জালি এবং প্রসাদ নিতে আসেন। এছাড়াও আল আইনে অবস্থিত বিভিন্ন মন্দিরের ভক্তগণ উপস্থিত হয়ে আরাধনা করেন। আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘ, আল আইন সৎসঙ্গ, মার্কানিয়া গীতা সংঘ, আল আইন ইসকন মন্দির সহ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গীতা পাঠ এবং ভজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সুন্দর ও সুচারুরূপে উদযাপন করা হয়। লোকনাথ ছিলেন একজন মহাপুরুষ। তুমি সারা বিশ্বে ভ্রমণ করা থেকে শুরু করে অনেক সাধনা করেছেন। তিনি বলেছিলেন যখনই বিপদে পড়িবে তখনই আমাকে স্মরণ করিবে বাবার এই বাণী অক্ষরে অক্ষরে প্রমাণিত। অনুষ্ঠানের মধ্য দিয়ে আবুধাবি থেকে অংশগ্রহণ করা জাতীয় হিন্দু মহাজোটের সহ-সভাপতি আবুধাবি শ্রী শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি কানু লাল দাস, নির্বাহী সভাপতি রুপস দাস, যদি হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার শীল, জাতীয় হিন্দু মহাজোটের সহ-সাংগঠনিক সম্পাদক অপু চন্দ্র দাস, হিন্দু মহাজোটের সহ অর্থ-সম্পাদক রাজিব সুশীল, মহাজোটের যুববিষয়ক সহ-সম্পাদক দিলীপ দাস সহ আল আইন এর বিভিন্ন মঠ মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা এবং বিশ্বশান্তি কামনায় এই করোনা থেকে মুক্তির জন্য হরিনামের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।