পবিত্র এই রমজান মাসেও খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যার্থ এই সরকার। দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দেশের সাধারণ জনগণ কষ্ট পাচ্ছে৷ দিনদিন যেভাবে খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে করে আগামীতে দেশে খাদ্য সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আল আইন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (১৫ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের আল আইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মরহুম আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান।
বক্তব্য রাখেন আমিরাত বিএনপির সহ-সাধারণ সম্পাদক এইচ এম ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আল আইন বিএনপির সাবেক উপদেষ্টা আবু তাহের, উপদেষ্টা ফারুক হোসেন খান প্রমুখ।
এসময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চান। খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে বলেও তারা অভিযোগ করেন৷
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ সকল কারাবন্দী নেতাদের মুক্তি ও সুস্থতা চেয়ে মোনাজাত করা হয়৷