আমিরাতের আল আইনে বাংলাদেশি রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) আমিরাতের গ্রীণসিটি আল আইন সানাইয়াতেপবিত্র কোরআন খতম এর মাধ্যমে চালু করা হয়েছে ‘বেষ্ট কেয়াররেষ্টুরেন্ট’।
ফিতা কেটে নতুন রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী, ২ প্রবাসী তরুন ব্যবসায়ী এম. এ. খায়ের নিজামী এবং আবু হায়দার মাহের খান। সাথে ছিলেন আরব আমিরাতের অন্যতম ব্যাতিত্ব এবং প্রভাবশালী ব্যাবসায়ী লোকাল স্পনসর আব্দুল্লাহ সাঈদ আব্দুল্লাহ নেহাইল আল আরইয়ানি, আলী আব্দুল্লাহ সাঈদ আব্দুল্লাহ নেহাইল আল আরইয়ানি, একাব মোহাম্মদ মোবারক হামদান আল মানছুরী।
আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, সোহেল হোসেন খান, সাইফুল ইসলাম ইয়াহিয়া, সাংবাদিক সনজিৎ কুমার শীল, সাংবাদিক সরওয়ার উদ্দীন রণি, আরিফুর রহমান বাবু, আলীনুর রহমান খান, মিজানুর রহমান, আনোয়ার হোসেন জিল্লু, মোহাম্মদ আবদুল্লাহ ও কামাল হোসেন সহ আরো অনেকেই।