সংযুক্ত আরব আমিরাতের আল আইনে মরুতীর্থ মন্দিরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। শুক্রবার সনাতনী ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পালন করা হয় পহেলা বৈশাখ।
আল আইন মরুতীর্থ ভক্তদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরী মহারাজ৷
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে শুভ শুচনা করা হয় অনুষ্ঠানমালা। উপাসনা, গীতাপাঠ, নামসংকীর্তন, শিশুদের অংকন প্রতিযোগিতা, গান, বাংগালী সংকৃতির উপর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ।
বাংলার সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখেন প্রকৌশলী উত্তম হালদার, আল আইন সর্বজনীন দূর্গা পূজার সভাপতি বাদল রায়, ইঞ্জিনিয়ার বিকো রায়, সুজন শর্মা, পঙ্কজ ঘোষ, দুলাল শর্মা, বিষ্ণু শীল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী ঐক্য পরিষদের সাংবাদিক সনজিত কুমার শীল, কানু বাবু, প্রদীপ দত্ত, অপু দাশ , প্রসেনজিৎ শীল, সুদর্শন দাশসহ ভক্তবৃন্দ।
পরিশেষে সকল জগতবাসীর শান্তি সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। ভক্তদের মাঝে প্রসাদ বিতরনের করা হয় ।