আমিরাতে শ্রমিক ভিসা চালু হলে এবং টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে থাকলে বাংলাদেশিরা ব্যবসা বানিজ্যে আরও অগ্রসর হতে পারতো৷ বর্তমানে আকাশচুম্বী টিকেটের মূল্যে নাজেহাল প্রবাসীরা৷
আরব আমিরাতের আল আইনে বাংলাদেশি যৌথ মালিকানাধীন নুর আল শিহাব রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন৷
উদ্বোধন করেন প্রতিষ্ঠাননের মালিক মোঃ এরফানুল হক বাবু, শওকত ওসমান ও সাজ্জাদ হোসেন রিফাত, হারুন রশিদ সোহেল এবং ব্যবসায়ী শেখ ফরিদ আহমদ সিআইপি ও মোহাম্মদ আইয়ুব।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এই রেস্টুরেন্টে সাশ্রয়ী মূল্যে দেশীয় খাবারের স্বাদ পাবেন স্থানীয় প্রবাসীরা। এসময় প্রবাসীদের সহযোগিতাও কামনা করা হয়৷
Drop your comments: