সনজিত কুমার শীলঃ বাংলাদেশ থেকে আগত ফেনী জেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক ও সোনা গাজী উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দৌলন ভাই সংযুক্ত আরব আমিরাত আল আইন আগমন উপলক্ষে ফেনী জেলা প্রবাসী বি এন পির পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। গত ১১ই মার্চ শুক্রবার আল আইন স্থানীয় একটি রেস্টুরেন্ট হলরুমে মুন্সি জাফর আহমেদের সভাপতিত্বে জাহিদুল ইসলাম পারভেজ ও আনোয়ার হোসেন সোহাগের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী হাবিবুল্লাহ মানিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শওকত ওসমান রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন উদ্দিন দৌলন, কাজী ফারুক, আতাউর রহমান, জয়নাল আবেদীন, নেজাম, আমিন,তারেক আহমেদ, এতে বক্তব্য রাখেন আব্দুল মোনাফ মুন্না, মিজানুর রহমান, নাছির উদ্দীন, আবু বক্কর, রিপন, আলম, রাশেদ, ফারুক, রুবেল, বাদল,ইমরান, নুরুজ্জামান, আকাশ,আনোয়ার, সাংবাদিক মইনুদ্দিন আকাশ, আনোয়ার হোসেন , মোহাম্মদ টিপু, মোহাম্মদ বশির সহ আরো অনেকে।
বক্তারা বলেন বর্তমান সরকারের সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ জননিরাপত্তার কোন নিশ্চয়তা নেই। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্কুল-মাদ্রাসা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গুম খুন হত্যা লেগেই আছে। এই থেকে যদি পরিত্রান নিতে হয় সবাই একত্রিত হয়ে গণতন্ত্র রক্ষার্থে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তিসহ দলের সকলের প্রতি দোয়া কামনা করা হয়।