বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের জ্ঞানী-গুণী, আলেম-ওলামাদেরকে গ্রেফতার করে কাকে খুশি করতে চাচ্ছে সরকার- আমরা বুঝতে পারছি না। গত ছয় মাসে হঠাৎ করে কতগুলো আলেমকে গায়েব করে দেওয়া হলো। কী কারণে?’
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সাংবাদিকদের সামনে এ কথা বলেন আব্বাস।
ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে দোয়ার কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় ওলামা দলের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হবে না উল্লেখ করে বিএনপি নেতা আব্বাস বলেন, ‘এই সরকারের অধীনে কোনও নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। যে নির্বাচনের আগের রাতে সরকার ভোট করে দেয়, সেই সরকারের অধীনে কীভাবে নির্বাচন হবে?
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্বাস বলেন, ‘বিএনপি ইতোপূর্বে বহুবার দাবি আদায় করেছে, এবারও করবে। সময়ের ব্যাপার।’
আরেক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘কীভাবে সরকার টিকে থাকবে সে চিন্তা করতে বলেন। মানুষের মুখে-মুখে রটে গেছে দেশে আওয়ামী লীগ নেই, বিএনপি আছে।’