আলু-পেঁয়াজের দাম আগামী দুই বছরের মধ্যে নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় কৃষিমন্ত্রী জানান, উৎপাদনের ঘাটতির বিষয়টি হয়তো জরিপে সঠিকভাবে উঠে আসেনি। তাহলে হয়তো আমরা রফতানি একদমই করতাম না। আমরা আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে চাই, এ লক্ষ্যে আলু রফতানি করেছি।
কৃষিমন্ত্রী আরও বলেন, আমরা চাই বাংলাদেশের মানুষকে ভাতের পাশাপাশি পুষ্টি জাতীয় খাদ্যের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। তবে এর বাস্তবায়ন সরকারের পক্ষে খুবই কঠিন ও চ্যালেঞ্জিং। তবুও এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি।
এ সময় দেশবাসীকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলু ও পেঁয়াজের দাম আগামী দুই বছরের মধ্যে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আলুতেও আমাদের উদ্বৃত্ত হবে, আমরা রফতানি করবো। সেই সাথে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পেঁয়াজেও উদ্বৃত্ত করবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।