বিএনপির লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশের সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠকে বসবে।
আজ রোববার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে আওয়ামী লীগ ও বিএনপির দপ্তর ।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পৌঁছায় ঢাকা সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদল। সোমবার ১০ টায় আওয়ামী লীগ ও বেলা সাড়ে ১২টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। এসময়ের মধ্যে নির্বাচনের পরিবেশসহ নানা বিষয় নিয়ে বৈঠক ও আলোচনা করবে প্রতিনিধি দলটি।
ঢাকায় অবস্থানকালে প্রতিনিধিদল বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সংগঠনসহ বিভিন্ন নির্বাচনি অংশীজনদের সঙ্গে দেখা করবে