বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানের আলীকদমে এক দিনের সরকারী সফরে গিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বুধবার (১২ এপিল) আলীকদম উপজেলা সদরে পৌঁছে প্রথমে পার্বত্যমন্ত্রী ৫কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে আলীকদমের প্রথম পানি শোধানাগারের উদ্বোধন করেন। এরপরে ১৪কোটি ৭১লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্বোধন করেন।
পরে মন্ত্রী আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এক সভায় যোগ দেন। সেখানে ভুমিহীন ও গৃহহীনদের ঘরের চাবি,কৃষকদের বীজ সার এবং ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ল্যাপটপ,কৃষি সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে দৃশ্যমান উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। শিক্ষা ,স্বাস্থ্য ও যোগাযোগসহ সর্বক্ষেত্রে সমতলের মত পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে আর তার সুফল পাচ্ছে পার্বত্যবাসী। এসময় মন্ত্রী আরো বলেন,ইতিপূর্বে অনেক সরকার এসেছে গিয়েছে কিন্তুু একমাত্র আওয়ামীলীগ সরকারই পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করেছে এবং আগামীতে করে যাবে। দেশের মানুষের উন্নয়ন তরান্বিত হচ্ছে বলে মন্তব্য করে পার্বত্যমন্ত্রী সাধারণ জনগণকে কারো কথায় বিভ্রান্ত না হয়ে দেশসেবা ও দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো:ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শোয়ের ,সিভিল সার্জন ডা.নিহার রজ্ঞন নন্দী,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর , লক্ষীপদ দাশ, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নাছির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো:জামাল উদ্দিন,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর তত্বাবধায়ক প্রকৌশলী মো.শফিকুর রহমান, কক্সবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী সরকার দেলোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মোর্শেদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শমিষ্ঠা আচার্য্য,সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রধান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো:ইয়াছির আরাফাতসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।