আজিজুর রহমান দুলালঃ আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘আলফাডাঙ্গা পৌরসভা’র নির্বাচনের মেয়র প্রার্থী এবং সদর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আহাদুল হাসান আহাদ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় এ কে এম আহাদুল হাসান আহাদ সাংবাদিকের বলেন, আমি আমার ইউনিয়ন পরিষদ যে ভাবে কাজ করেছি, পৌরসভা নির্বাচনে জয়লাভ করতে পারলে ঠিক একই ভাবে কাজ করে যাব।
তিনি আরও বলেন, আমি মেয়র হতে পারলে প্রথম রোড লাইট এবং নিরাপদ ও পর্যাপ্ত পানির ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি মুক্ত এবং ইউনিয়নে মতো পৌর সভায় ভিক্ষুক মুক্ত করবো। আলফাডাঙ্গা পৌরসভাকে মডেল পৌর সভা হিসাবে গড়ে তুলবো এ জন্য আপনাদের সহযোগীতা চাই ।
দলীয় নমিনেশনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দলকে ভালোবাসি ছাত্র জীবন থেকে শুরু করে আমি দলের জন্য কাজ করেছি। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব ও পালন করেছি । জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছি। আমি শতভাগ
আশাবাদী দল আমাকে নমিনেশন দেবে।
এ সময় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম এবং সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।