আজিজুর রহমান দুলালঃ
গত ১০ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সরকারী কলেজের পাশে মিঠাপুর দারুস সুন্নাহ্ গোরস্থান মাদ্রাসা ও এতিমখানায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্য রাতে এই চুরির ঘটনা ঘটে। মাদ্রাসার কাগজপত্র নষ্ট এবং নগদ আনুমানিক ১ (এক) লক্ষ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় চোর দল।
চোরের দল চুরি করার সময় ৮ (আট)টি দরজার বাহিরের পাশে ছিকল দিয়ে আটকে রাখে যাতে করে কেহ রুম থেকে বের হতে নাপারে।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম। মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা মো.সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মাদ্রাসার অফিসের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। এরপর আলমিরা ও ড্রয়ার ভেঙে প্রায় ১ লক্ষ নগদ টাকা নিয়ে যায়।
মাদ্রাসার পরিচালক ময়েনউদ্দীন আহম্মেদ বলেন, মাদ্রাসার আসে পাসে মাদকাসক্ত তরুণদের ধারাই এটা হতে পারে।
নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, মাদ্রাসার পাসেই সরকারি ডিগ্রি কলেজ।কলেজের কিছু ছাত্র মাদকাসক্তে লিপ্ত,ওদের ধারা হয়তো এ ঘটনা ঘটতে পারে।
এই বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, মাদ্রাসার সভাপতি আলী আকসাদ মিয়া অভিযোগ দায়ের করেছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।