আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদরে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় আজ ১৩ ডিসেম্বর ২০২২ (মঙ্গলবার) সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে লটারির মাধ্যমে ছাত্র ছাত্রীর এবং অভিভাবকদের সামনেই প্রকাশিত হবে সরকারি স্কুলের ভর্তি লটারির ড্র। আজ বিকালই এর ফলাফল প্রকাশ করা হবে। মাধ্যমিক স্তরে নতুন বছর শুরু হওয়ায় ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন ভাবে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। ইতিমধ্যে নতুন পদ্ধতি অনুসারে লটারির মাধ্যমে সরকারি স্কুলের ভর্তি ফলাফল প্রকাশ করা হবে। যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে অনেকেই নিজের পছন্দের স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে। তাদের ফলাফল আজ বিকালই প্রকাশ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রতম মিয়া,ডাঃ মোঃ নাজমুল হাসান উপজেলা পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক মো আজাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান লাভলু, ক্রীড়া শিক্ষক রফিক হোসেন তালুকদার, উপজেলা যুব কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, ছাত্র অভিভাবক মোঃএম আর রাসেলসহ অনেকে। লটারি অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন স্কুলের শিক্ষক সাবিহা সুলতানা এবং মিলন কুমার সরকার।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রতম মিয়া বলেন,সরকারের নির্দেশ মোতাবেক লটারির মাধ্যমে যাদের নাম সেখানে উঠবে তারাই কেবল সেই সকল স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাবে।