আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন পাচুড়িয়া বাঁশতলা এলাকায় উত্তর চরনারানদিয়া মধুমতী নদীতে অজ্ঞাত এক নারীর গলিত লাশের সন্ধান পেয়েছে থানা পুলিশ।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রাম সংলগ্ন মধুমতি নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ—পুলিশ।
লাশ সনাক্তের জন্য পাশাপাশি পিবিআই ও সিআইডির টিম কাজ করছে বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো. ইদ্রিস আলী।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রাম সংলগ্ন মধুমতি নদীর ধারে ভেসে আসা অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি ওই এলাকার গ্রাম পুলিশ পান্নুর মাধ্যমে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা লাশের ব্যাপারে ফরিদপুর নৌ পুলিশকে জানায়। পরে গতকাল সোমবার বেলা দেড়টার দিকে লাশটি উদ্ধার করে ফরিদপুর নৌ পুলিশ। লাশ সনাক্তের জন্য নৌ পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি কাজ করছে বলে জানা গেছে।
লাশ উদ্ধারকারী ফরিদপুর নৌ—পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রুহুল আমীন জানান, স্থানীয় থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে নদীতে ভেসে আসা গলিত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরহাল রিপোর্টে দেখা গেছে লাশের গলায় হিন্দু সম্প্রদায়ের একটি পৌতে পাওয়া যায়। সেই হিসেবে বোঝা যাচ্ছে লাশটি কোন হিন্দু মহিলার।
ফরিদপুর নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো. ইদ্রিস আলী বলেন, সুরহাতহালের রিপোর্ট অনুযায়ী লাশটি কোন হিন্দু মহিলার। মরদেহটি গলে যাওয়ায় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশ সনাক্তের জন্য পুলিশের পিবিআই ও সিআইডি টিমকে জানানো হয়েছে। লাশের পরিচয় জানা না গেলে ধর্মীয় বিধান অনুযায়ী সমাহিত করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।