আজিজুর রহমান দুলালঃ আলফাডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০-এপ্রিল) আসরের পরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজেস্ব ভবনে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের উপস্থাপনা, ক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, খান বেলায়েত হোসেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের,এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।