
আজিজুর রহমান দুলালঃ “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি “এই পতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৬ জুন) সকাল ১১টায় নতুন অর্থ বছরের জন্য ২৪ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র পৌর সভার মেয়র সাইফুর রহমান সাইফার ।
বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র মেয়র সাইফুর রহমান সাইফার ।
পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্যানেল মেয়র আজিজুর রহমান তালুকদার, প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, প্রবীর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন নান্নু। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন পৌর কমিশন মিজানুর রহমান মিজান এবং অনুষ্ঠানের আয়োজনে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।