আজিজুর রহমান দুলালঃ আলফাডাঙ্গা পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরে ২৫ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা এবং রাজস্ব উন্নয়ন খাতে যথাক্রমে ব্যয় ধরা হয়েছে
হয়েছে ২৪ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৫১৮ টাকা। আলফাডাঙ্গা পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু বাজেট ঘোষণা করছেন।
রবিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু পৌরসভা হল রুমে আনুষ্ঠানিকভাবে বাজেটের আয়-ব্যয় ও বিভিন্ন উন্নয়নের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ এর সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এমপির সহধর্মিণী সেলিনা আক্তার।
আলফাডাঙ্গা পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, ‘সব শ্রেণিপেশার নাগরিকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ, স্বনির্ভর ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
বাজেট ঘোষণা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, পৌরসভার পেনেল মেয়র মোঃ ইউসুফ মুন্সি, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান , নির্বাহী প্রকৌশলী মোঃ জাকারিয়া , ওয়ার্ড কাউন্সিলরগণ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিক বৃন্দ।