আজিজুর রহমান, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌর সভার ৮ নং ওয়ার্ডের একটি দোচালা টিনের ঘরের ভিতর থেকে ওএমএস এর বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। জব্দ করা ওএমএস এর ওই মালামালের মালিক ৮ নং ওয়ার্ডের মোঃ তারা মিয়ার ছেলে মোঃ রেজাউল করিম (৪০) পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশ পৌর সভার ৮ নং ওয়ার্ডের রেজাউল করিমের বাড়ি থেকে এ মালামাল জব্দ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভার ৮নং ওয়াডের বাসিন্দা (কুসুমদি গ্রামের) তারা মিয়ার ছেলে মোঃ রেজাউল করিম এর বাড়ির সামনে থেকে পাকা রাস্তার থেকে ১২০ বস্তা আটা ১টি ট্রাকে লোড অবস্থায় জব্দ করা হয় এবং একটি দোচালা টিনের ঘরের ভিতর থেকে ৭০ বস্তা চাউল জব্দ করা হয়েছে।
এসব মালের মালিক মোঃ রেজাউল করিমকে এখনও পাওয়া যায়নি বলেও তিনি জানান। তিনি আরও জানান, এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে যার নং ১১। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।