আজিজুর রহমান দুলালঃ গত ৩১ মার্চ (বুধবার) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান আধুনিক সুবিধা সম্বলিত নতুন গাড়ির চাবি তুলে দিলেন ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওয়াহিদুজ্জামানের হাতে।
এ গাড়িটি প্রায় সব ধরনের রাস্তায় চলাচলের উপযোগী এবং মামলা তদন্ত করাসহ আসামি ধরতে এতে প্রয়োজনীয় নানারকম সুবিধা করতে পারবে বলে জানান নাগরিক দাবিকে।
জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় নতুন জিপ গাড়ি প্রদান করা হয়েছে।থানার এক এস আই জানান, আগে পুরাতন গাড়ী নিয়ে ডিউটি করতে আমাদের অনেক অসুবিধা হতো এবং মাঝের মধ্যে নষ্ট হয়ে পড়ে থাকতো, বাহিরের গাড়ী ভাড়া করে নিয়ে ডিউটি করতে হতো।এখন আমাদের কোন সমস্যা হবে না।
আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান আলফাডাঙ্গা থানায় আসার পর থেকে নতুন গাড়ী আনার ব্যাপারে অক্লান্ত পরিশ্রম করে আসছেন। ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের চেষ্টায় খুব দ্রুত গাড়ীটি আনা সম্ভব হয়ে বলে জানান।আধুনিক L200 Sportero নতুন এই গাড়িটি ওসির কাজকে আরও গতিশীল করবে।