আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় আলফাডাঙ্গা আসাদুজ্জামান উচ্চ বালিকা বিদ্যালয়ের অভিভাবকের স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন সম্পর্ন হয়েছে।
সোমবার (৩০ মে) সকাল ৮টায় থেকে বিকাল ৪টায় পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। এ অভিভাবক সদস্য নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। মোট ভোটার সংখ্যা ২৬৮ জন এবং উপস্থিত সংখ্যা ১৯৮ জন। বাতিল ভোট সংখ্যা ৭।
প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী। এদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন মোঃ নুর ইসলাম শেখ ১২৯ ভোট পেয়ে ১ম, মোঃ লিটন মিয়া ১২৭ ভোট পেয়ে ২য়,মোঃ আরব আলী ১০৪ ভোট পেয়ে ৩য় এবং মোঃ শহিদুল ইসলাম ১০৩ ভোট পেয়ে হয়েছে। মহিলা সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে রুনা বেগম।
গনগনা শেষে নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরন করেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন পৌরসভার ২নং ওয়ার্ডের কমিশনার হারুনঅর রশিদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।