আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায়, আলফাডাঙ্গা এ,জেড সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান প্রথম দিন শেষ হয়ে আজকে শেষ দিন।
গতকাল ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বুধবার এবং বৃহস্পতিবার দুইদিন ব্যাপি আলফাডাঙ্গা এ,জেড সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়।
স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রতন মিয়া, মোঃ আশরাফুর রহমান উপজেলা একাডেমিক সুপারভাইজার।
গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) সারাদিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা নবনির্বাচিত পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান লাভলুসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীসকল।
উক্ত খেলা পরিচালনায় ছিলেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ রফিক হোসেন তালুকদার। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান (সাইফার)