
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ওলামা পরিষদ ও যুব সমাজের উদ্যোগে বিশাল এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ই মার্চ জুম্মাবাদ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিঠাপুর গোরস্থান এতিমখানা মাদ্রাসার মহুতামিম মুফতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে,কাশিয়ানী মুফতি বোর্ডের সভাপতি মুফতি সিহাব উদ্দিন কাসেমী এর পরিচালনায় প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা থেকে আগত শাইখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রাহমানী।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ চন্দ্রদিঘলিয়া মাদ্রাসার মহুতামিম শাইখুল হাদীস মুফতি আব্দুল্লাহ,এবং ঢাকা জজকোর্ট জামে মসজিদের সাবেক খতিব মুফতি আজিজুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের মহুতামিম কুতুবউদ্দিন আহমেদ, থানা মসজিদের ইমাম মোল্লা আব্দুর রহমান ফরিদপুরী,আলফাডাঙ্গা কওমী ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহমেদ মিলন সহ আরো স্থানীয় ওলামায়েকেরামগণ।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাদী বিন জালাল।