আজিজুর রহমান দুলালঃ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা
উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী মনিরুল হক মোটরসাইকেল প্রতীকে ১৪ হাজার ৭শত বাইশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার(০৫ জুন) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরজমিনে দেখা যায় শুরু থেকে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ৪০টি ভোট সেন্টারে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে।উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়,নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী মনিরুল হক মোটরসাইকেল প্রতীকে বেসরকারিভাবে ১৪ হাজার ৭শত বাইশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ.কে.এম জাহিদুল হাসান (জাহিদ) কাপ পিরিচ মার্কা ১০ হাজার ৮শত আটাত্তর ভোট পান।
ভাইস চেয়ারম্যান পদে ইয়াছিন মাষ্টার তালা প্রতীকে ১৮ হাজার ৪ শত একানব্বই ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম টিয়া পাখি প্রতীক ১১ হাজার ৬শত ৯৫ ভোট পান।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ আছিয়া খানম পদ্মফুল ৯ হাজার ৭শত ৬৭ভোট পেয়ে নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপালী রায় হাস মার্ক প্রতীক ৭ হাজার ৯৯ ভোট পেয়েছেন।