আজিজুর রহমান দুলালঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।এ ধাপে ৫৫ উপজেলায় ভোট গ্রহন হবে।
আজ সোমবার (২০ মে) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। এদিকে প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন সংশ্লিষ্ট উপজেলার প্রার্থীরা।
সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খান বেলায়েত হোসেন দোয়াত কলম,কাজী মনিরুল হক মটর সাইকেল, এস এম মিজানুর রহমান টেলিফোন,একেএম জাহিদুল হাসান জাহিদ কাপ-পিরিচ,দেলোয়ার শেখ উট,তাহিদুর রহমান মুক্ত আনারস,শেখ আব্দুর রহমান জিকো জোড়া ফুল,আহসান উদ্দৌলা শালিক,মোঃ আবুল খায়ের খান হেলিকপ্টার পেয়ে প্রচারে নেমেছে সংশ্লিষ্ট উপজেলার প্রার্থীরা।
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যারা প্রতীক পেয়েছে, তৌকির আহমেদ ডালিম টিউবওয়েল, কাজী শহিদুল ইসলাম মাইক,খান আমিরুল ইসলাম টিয়া পাখি, মোঃ মোমিনুর রহমান চশমা,মোঃ মোরাদ হোসেন উড়োজাহাজ, মোঃ হুমায়ুন মোল্লা বই,মোঃ ইয়াছিন মোল্লা তালা,
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যারা প্রতীক পেয়েছ, শারমিন আফরোজ সুমি তীর,লায়লা পারভীন ফুটবল, রিনিয়া বেগম কলস,মোসা বিউটি বেগম( কামার গ্রাম) প্রজাপতি,মোসা আছিয়া খানম পদ্মফুল, মোছা বিউটি বেগম (বেজিদাঙ্গা) বৈদ্যুতিক পাখা,মনোয়ারা সালাম ফুলের টব, দিপালী রায় হাসঁ মার্কা নিয়ে নির্বাচন করবেন।