আজিজুর রহমান দুলালঃ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতার ভাষায় বলতে হয় “যেতে নাহি দিব, হায়, তবু যে.তে দিতে হয়, তবু চলে যায়…”
২০২০ সালের ১৮ই অক্টোবর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দেন তৌহিদ এলাহি। যোগদানের পর থেকে তিনি উপজেলার মানুষের কল্যাণের জন্য কাজ শুরু করেন। ২০২১ সালের ২৬শে ডিসেম্বর পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহিকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার এখানে আসার পর গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে ৩৩ একর জমির উপর নির্মিত স্বপ্ন নগর আশ্রয়ন প্রকল্পের রুপকার তিনি। এ স্বপ্ন নগরে ২৫০টি ঘর নির্মাণ করা হচ্ছে। যা সারাদেশের মধ্যে মডেল হিসাবে বিবেচিত হয়ে থাকবে।
এ ছাড়াও উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথভাবে উপজেলা পরিষদের অভ্যন্তরে মডেল বাগান তৈরী করা, উপজেলা পরিষদের অভ্যন্তরের পুকুরে গাইড ওয়াল নির্মাণ, উপজেলা পরিষদের অভ্যন্তরে পুকুর পাড়ে চারিপার্শে ওয়াক ওয়ে নির্মাণ করা, উপজেলা পরিষদের অভ্যন্তরে শিশু পার্ক নির্মাণ করা, উপজেলা পরিষদের অভ্যন্তরে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ করা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০০টি স্মারক মগ তৈরী করা, উপজেলা পরিষদের অভ্যন্তরে সিসি ক্যামেরা স্থাপন করা ইত্যাদি। উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে প্রায় ২১ একর জমিতে ৭২ প্রজাতির প্রায় ৪ হাজার উন্নত জাতের ফলদ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে।
এ সময় উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন,তৌহিদ এলাহির মতো একজন সৎ অফিসার পেয়েছিলাম বিধায় উপজেলাটাকে এভাবে সাজানো সম্ভব হয়েছে।
উপজেলা পরিষদ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেও তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সবার ভালবাসায় বিদায় নিলেন ইউএনও তৌহিদ এলাহি ।