আজিজুর রহমান দুলাল: শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল ৩ঃ৫০ টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা এ জেড সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৮ দলীয় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের – ২০২১ এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় পৌর মেয়র সাইফুর রহমান সাইফার এর সভাপতিত্বে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান
৮ দলীয় ফুটবল খেলায় অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ,চুয়াডাঙ্গা, যশোর -রাজবাড়ী, রাজশাহী – মাগুরা, ঢাকা- ঝিনাইদহ।
তৃতীয় দিনে রাজশাহী বনাম মাগুরা মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মাগুরা ২- ০ গোলে রাজশাহীকে পরাজিত করে। খেলায় রেফারী হিসেবে ছিলেন মোঃ আসলাম শেখ, বিনায় বিশ্বাস, রেজাউল করিম, অতিরিক্ত হিসাবে দায়িত্বে ছিলেন মোঃ রফিক হোসেন তালুকদার।হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। ফাইনাল খেলা আগামী ২৫ শে নভেম্বর বিকেল ৩টায় ক গ্রুপের বিজয়ী বনাম খ গ্রুপের বিজয়ীদের মধ্যে অনুষ্ঠিত হবে।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী,এস এম আকরাম হোসেন সভাপতি উপজেলা আওয়ামী লীগ,আওয়ামী আব্দুর রউফ তালুকদার, সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ, মোঃ ওয়াহিদুজ্জামান অফিসার ইনচার্জ আলফাডাঙ্গা থানা,ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার।