আজিজুর রহমান দুলালঃ শুক্রবার (২২ আগষ্ট) বিকাল ৩ঃ৫০ টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা এ জেড সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৮ দলীয় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের – ২০২১ উদ্বোধনী দিনে প্রথম খেলা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র সাইফুর রহমান সাইফার এর সভাপতিত্বে খেলার উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (আলফাডাঙ্গা, বোয়ালমারী,মধুখালি) ফরিদপুর ১আসনের এমপি মনজুর হোসেন বুলবুল।
৮ দলীয় ফুটবল খেলায় অংশ গ্রহন করবে নারায়ণগঞ্জ,চুয়াডাঙ্গা, যশোর -রাজবাড়ী, রাজশাহী – মাগুরা, ঢাকা- ঝিনাইদহ।
প্রথম দিনে নারায়ণগঞ্জ বনাম চুয়াডাঙ্গার মধ্যে উদ্বোধনীয় খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারীত সময়ে খেলাটি ০-০ গোলে অমিমাংসীত ভাবে শেষ হওযায় পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে চুয়াডাঙ্গা ৫ ও নারায়ণগঞ্জ ৩ গোলে চুয়াডাঙ্গা জয়লাভ করে। খেলায় রেফারী ছিলেন মোঃ আসলাম শেখ, বিনায় বিশ্বাস, রেজাউল করিম, অতিরিক্ত হিসাবে দায়িত্বে ছিলেন মোঃ রফিক হোসেন তালুকদার।হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। পরবর্তী খেলা আগামী ২০ অক্টোবর (যশোর বনাম রাজবাড়ী) বিকাল ৩ টায় শুরু হবে।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন, সাবেক পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, এমপির সহধর্মিণী সেলিনা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।