আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৪ (চার) কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মা-মমতাজ বেগম (৪৮) ও ছেলে আমিনুর মল্লিক (৩১)।
শুক্রবার (৩০সপ্টম্বর) এক “প্রেস রিলিজ এর মাধ্যম আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান জানান ফরিদপুর জেলা পুলিশ সুপার, মহোদয়ের দিক-নির্দশনা ও সার্বিক তদারকির ফলে টীম আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তক ৪(চার) কেজি গাঁজা উদ্ধার ও ২জন আসামীক গ্রফতার করা হয়।
থানার ওসি ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান ৩০/০৯/২০২২ তারিখে সাধারন ডায়রি করা হয়েছে, ডায়রী নং-১১৮৯ এসআই ফরাদ শেখ সঙ্গীয় অফিসার এএসআই মোঃ শাহাজুল ইসলাম ফোর্সসহ রাত্রীকালীন ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানাধীন পানিপাড়া গ্রামে পূর্বপাড়া রাত ২.১০ ঘটিকায় আসামীদর বসত ঘর থেকে ২টি প্যাকেটে মোড়ানা ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করেন। পরে আসামীদর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আলফাডাঙ্গা থানা মামলা নং- ১৯/৩০/০৯/২০২২ খ্রি:।