আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০০ বস্তা সরকারি চাউলসহ সোহেল রানা (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে আটককৃত ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এরআগে বুধবার রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে তিনটি নছিমন বোঝাই ২০০ বস্তা সরকারি চাউলসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত সোহেল রানা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত. কুবাদ শেখের ছেলে।
আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি; আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সামনে দিয়ে সরকারি চাউল তিনটি নছিমন গাড়িতে করে কিছু অসাধু ব্যবসায়ী নিয়ে যাচ্ছে। পরে ঘটনাস্থল থেকে ২০০ বস্তা চাউল (প্রতিটি বস্তা ৩০ কেজি) সর্বমোট ছয় হাজার কেজি চালসহ সোহেল শেখকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে চাউলের বিষয়ে জিজ্ঞেসাবাদ করলে আটককৃত সোহেল শেখ জানান, সরকারি ভাবে শারদীয় দুর্গাপূজার জন্য বরাদ্দকৃত চাউল তিনি বিভিন্ন পূজা কমিটির নিকট হতে ক্রয় করেছেন। কিন্তু তিনি চাউল ক্রয়ের কোন কাগজপত্র দেখাতে পারেননি।
এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, আটককৃত ব্যক্তি প্রকৃতপক্ষে পূজা কমিটির নিকট থেকে চাউল ক্রয় করে এনেছে কি না বা সে অসাধুভাবে অধিক মুনাফার আশায় অবৈধভাবে ব্যবসা করার জন্য সরকারি চাউল অন্য কোথাও থেকে ক্রয় করে এনেছে কি না; এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে। এই তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন। সেই কারণে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।