আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক ভোরের পাতা পত্রিকার সাংবাদিক এবং সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক সেকেন্দার আলম (৪৩)।
বৃহস্পতিবার (৬মে) ইফতারের পর আনুমানিক সন্ধ্যা ৭:২০টার সময় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের পবনবেগ পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন ৩রাস্তার মোড়ে মোটর সাইকেলের উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলিতেছিল। হটাৎ পিছন থেকে অজ্ঞাত নামা দুষ্কৃতকারী ছোট টেঙ্গী(ছোট কোদাল) দিয়ে তার মাথার পিছনে আঘাত করে পালিয়ে যায়।ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে রাস্তার উপর পড়ে থাকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে,কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার জরুরি ডিউটি অফিসার এস আই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম ফোর্সসহ দ্রুত ঘটনা স্থানে গিয়ে সাংবাদিক সেকেন্দার আলমের মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় উদ্ধার করে,এবং ছোট টেঙ্গী(ছোট কোদাল) এর ভাঙা অংশটি জব্দ করে থানায় নিয়ে আসে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, হামলার খবর পেয়েই তিনি থানার এসআই এস আই (নিঃ) মোঃ শফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত ফকির, সাংবাদিক সেকেন্দার আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।