আজিজুর রহমান দুলালঃ সরকার বা রাষ্ট্রের ক্ষতি হয়, এমন কোনো কাজ করবেন না এই অঙ্গিকার প্রত্যয় ব্যাক্ত করেছেন আলফাডাঙ্গা উপজেলা কওমি ওলামা পরিষদের নেতারা।
গত মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন কওমী ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
এসময় কওমী ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, কাউকে ক্ষমতা থেকে হটানো আর কাউকে ক্ষমতায় বসানো আন্দোলনের সাথে আমরা নেই। দ্বীনের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তিপ্রিয় এবং সহিংসতার বিরুদ্ধে। ক্ষমতার মোহে আমরা কোন রাজনৈতিক সংগঠনের জ্বালাও-পোড়াও আন্দোলনের আগেও নেই, পিছেও নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী তামিম হোসাইন প্রমুখ।