আজিজুর রহমান দুলালঃ “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্নবিশ্বাস” এই পতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ২০২২ সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলফাডাঙ্গা উপজেলার সামনে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শহীদ শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে একটি র্যালি বের করেন।
এ ছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে সকাল ১০টায় উপজেলা হলরুমে আলোচনা সভা বিশেষ মোনাজাত, দোয়া ও প্রার্থনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ উপস্থিত থেকে শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা করেন।
এ উপস্থিত ছিলেন , পৌর সভার মেয়র সাইফুর রহমান সাইফার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা বজলুর রশীদ, কৃষিবিদ রিপন প্রসাদ সাহা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কাইসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসাঃ ইনুফা আক্তার রিনাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।