আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা মিনিহল রুমে শনিবার (৩ সেপ্টেম্বর ) দিনব্যাপি লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিয়ে এক উদ্ধুদ্ধকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এ. কে. এম জাহিদুল হাসান জাহিদ সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: আকবর আলী শেখ।
বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের দায়রা জজ প্রদীপ কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিটেট্র বিপুল কুমার দাস, জেলা লিগ্যাল এইডের সচিব ও সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান তামান্না, ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিটেট্র তরুন বাসার।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মানিক মজুমদার, জেলা জজ কোট পিপি দুলাল চন্দ্র সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কেএম আহাদুল হাসান আহাদ, প্রেসক্লাবে সভাপতি মোঃ সেকেন্দার আলম প্রমূখ।
এ ছাড়াও সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা বলেন, এটা একটি সচেতনতামূলক সেমিনার। লিগ্যাল এইডের মাধ্যমে অসচ্ছল, হতদরিদ্র, অসহয় নাগরিক কে বিনা মূল্যে আইনি সহয়াতা প্রদান করা হবে এবং সকল প্রকার আইনি পরামর্শ দিবেন জেলা লিগ্যাল এইড অফিসার।