আজিজুর রহমান দুলালঃ গতকাল ২৬ জুলাই রবিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার, আলফাডাঙ্গা বাজারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলার, আলফাডাঙ্গা বাজারে মৎস্য খাদ্য বিক্রেতার দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় উপজেলা মৎস্য অফিসার সুমন লাল দেবনাথ এর প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান।এসময় খাদ্য দোকানগুলোতে লাইসেন্স না থাকার কারনে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ মোতাবেক চার দোকানদারকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩০০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং এর জন্য অন্য ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Drop your comments: