আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা মোহাম্মাদ সেকেন্দার আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা তৃতীয় শ্রেনীর ছাত্রছাত্রীদের মাঝে নতুন বছরের শুরুতে ৮০ খানা কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় (১১ জানুয়ারী) ওই মাদ্রাসার নতুন বছরে তৃতীয় শ্রেনীতে উত্তীর্ণ ৮০ জন ছাত্রছাত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফ তুলে দেন উপজেলার নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক মাদ্রাসার প্রতিনিধি ও অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
নিজেদের লেখাপাড়ার পাশাপাশি অন্যান্য ছাত্রছাত্রীদের শিক্ষা লাভের বিষয়টি মাথায় রেখে এ শিক্ষা উপকরণ বিতরণ করে মাদ্রাসার কমিটির সদস্যরা।
কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর সভার মেয়ের সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী রাহাদ ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা আক্তার লসকার,সমাজ সেবা অফিসার বজলুর রশীদ,অবসরপ্রাপ্ত হারুন মাষ্টার, উক্ত মাদ্রাসার সাধারণত সম্পাদক সাইফুল্লাহ,মাদ্রাসার মহাতামিম ইয়াছিন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ।