আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১লা ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টায় উপজেলার মিটিং রুমে বিদ্যুৎ বিভাগের ‘হাইসহোল্ড এনার্জি প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ’ এই প্রকল্পের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,প্রকল্প পরিচালক,’হাউজহোল্ড এনার্জি প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, শ্রেডা,বিদুৎ বিভাগের (যুগ্ম সচিব) সালিমা খাতুন।
যুগ্ম সচিব ও প্রকল্পের পরিচালক সালিমা খাতুন বলেন,২০৩০ সালের মধ্যে সবার জন্য ক্লিন কুকিং লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ‘ক্লিন কুকিং’-এর এই নতুন ধারণা হলো প্রথাগত রান্নার ঠিক বিপরীত। এ পদ্ধতির রান্নায় থাকবে না জ্বালানি হিসেবে কাঠ-কয়লার ব্যবহার, থাকবে ধোঁয়ামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিপাটি একটি রান্নাঘর। এছাড়া ব্যয় ও সময় দুটোই বাঁচবে, সর্বোপরি নিরাপদ হবে জীবন।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশীদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রাহাত ইসলাম, উপজেলা বন কর্মকর্তা লিটন মিয়া ও উপজেলা সমবায় কর্মকর্তা অসীম কুমার নাগ,গোপালপুর ইউপি চেয়ারম্যান এনামুল হাসান, সাংবাদিকসহ অনেকে বক্তব্য রাখেন।