আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৭ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগমের সঞ্চালনায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
বর্ধিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সেলিম রেজা, সেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, জেলা পরিষদের সদস্য বিউটি বেগম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেন, আগামী ২৪মার্চ গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক উপজেলা মহিলা আওয়ামী লীগের সকল সদস্যদের নিয়ে কেক কাটেন। সভা শেষে সকলকে গোপালগঞ্জের সম্মেলনে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন।